২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার

অজিদের হারিয়ে আফগানদের নয়া ইতিহাস

- Advertisement -

প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল আফগানিস্তান। আফগানদের বিপক্ষে অজিরা হেরেছে ২১ রানে। ফলে সেমিফাইনালের স্বপ্ন এখনো টিকিয়ে রাখল রশিদ খানের দল।

১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে রান তোলার আগেই নাভিন উল হকের বলে ফিরে যান ট্রাভিস হেড। এরপর পাওয়ারপ্লেতেই ৩ উইকেট তোলে মোটে ৩৩ রান। দীর্ঘদিন পর ব্যাটে রানের দেখা পান গ্লেন ম্যাক্সওয়েল। যদিও ৪১ বলে ৫৯ রান করেও দলকে জেতাতে পারেননি। নাভিন উল হকের ৩ এবং গুলবাদিন নাইবের ৪ উইকেটে মুখ থুবড়ে পড়ে অজি ব্যাটিং লাইন আপ। ১৯.২ ওভারে সব উইকেট খুইয়ে করেছে ১২৭ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের জন্য দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। দুজন মিলে গড়েন ১১৮ রানের জুটি। পুরো টুর্নামেন্টেই এখন পর্যন্ত এই জুটি খেলেছেন দুর্দান্ত। ১৫.৫ ওভারে মার্কাস স্টয়নিসের বলে গুরবাজ আউট হওয়ার পরেই অবশ্য ম্যাচের মোমেন্টাম অনেকটাই চলে আসে অজিদের হাতে। ৪৯ বলে এই ওপেনার করেন ৬০ রান। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। আরেক ওপেনার ইব্রাহিম করেছেন ৪৮ বলে ৫১ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে আফগানরা তোলে ১৪৮ রান। অজিদের হয়ে টানা দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন প্যাট কামিন্স।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img