১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

নতুন দায়িত্বে কামিন্স

- Advertisement -

২৭তম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া ওয়ানডে দলের দায়িত্ব নিলেন প্যাট কামিন্স। সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওয়ানডেকে বিদায় জানানোর প্রায় একমাস পর বর্তমান টেস্ট অধিনায়কই ওয়ানডে দলের দায়িত্ব নিলেন। তার নেতৃত্বেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। তবে, সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

নতুন দায়িত্ব নেয়ার পর কামিন্স জানান, “এতদিন ফিঞ্চির (অ্যারন ফিঞ্চ) অধীনে খেলাটা আমি উপভোগ করেছি। কীভাব নেতৃত্ব দিতে হয় সেটাও তার কাছ থেকেই শেখা। আমাদের ওয়ানডে টিমে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। এ দলের দায়িত্ব পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।”

টেস্টের মতোই ফাস্ট বোলার হিসেবে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া প্রথম অধিনায়ক হতে যাচ্ছেন প্যাট কামিন্স। তবে নব্বই দশকের শেষের দিকে লেগস্পিনার হিসেবে শেন ওয়ার্ন ১১টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন।

গত বছর অ্যাশেজের আগে টিম পেইনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে কামিন্স টেস্ট দলের নেতৃত্বেও পারদর্শিতা দেখিয়েছেন। গেল মার্চে এক দশক পর এশিয়ায় প্রথমবারের মতো পাকিস্তানকে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতিয়েছেন। ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৩টি ম্যাচ খেলেছেন কামিন্স, নিয়েছেন ১১৯টি উইকেট। এছাড়াও, ৪৭টি ইনিংস খেলে ব্যাট হাতে তুলেছেন ৩২৪ রান।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img