৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর পক্ষে নন কোহলি

- Advertisement -

ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি বলেছেন, ম্যাচ জেতার জন্য একজন বোলার কমিয়ে একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলার দর্শনে তিনি এখনো বিশ্বাসী নন। সেইসাথে দলের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে খেলাতে চান অধিনায়ক।

২০১৮ সালের পর প্রথমবার টেস্টে ইনিংস ব্যবধানে হারল ভারত। ব্যাটিংয়ের জন্য অপেক্ষাকৃত সহজ উইকেটেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংস ও ৭৬ রানের চরম লজ্জাজনক এক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভারতীয়দের। সেইসাথে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট; এ তো কাঁটা ঘায়ে যেন আরেকটু নুনের ছিটাই। স্বভাবতই  কাঠগড়ায় দাঁড়াচ্ছেন ব্যাটসম্যানরাই। সেই সাথে প্রশ্ন উঠছে,  ‘বাড়তি একজন ব্যাটসম্যান কি খেলাতে পারে না ভারত?’

দল নির্বাচন নিয়ে কথা বলেছেন কোহলি

অধিনায়কত্বের শুরু থেকেই একাদশ সাজাবার ক্ষেত্রে ‘৬ ব্যাটসম্যান, ৫ বোলার’ নীতির পক্ষে কোহলি। তাঁর এই কৌশল ভারতকে সাফল্য যেমন এনে দিয়েছে বিস্তর, তেমনি বিভিন্নসময় খারাপ পারফরম্যান্সে এটি নিয়ে উঠেছে প্রশ্নও। এবারও ব্যতিক্রম হয়নি। হেডিংলির তুলনামূলক সহজ হয়ে আসা উইকেটে রান উৎসব করেছে ইংল্যান্ড। হাসিব হামিদ, রোরি বার্নস, ডেভিড মালান, জো রুটরা ছাড়াও ছোট ছোট অবদান রেখেছেন স্যাম কারেন (১৫) ক্রেগ ওভারটনের (৩২) মত লেট অর্ডার ব্যাটসম্যানরা। সেখানে ভারতের লেট অর্ডার থেকে দুই ইনিংসের একটিতেও কেউ নূন্যতম প্রতিরোধও গড়তে পারেননি। প্রথম ইনিংসে ভারতের প্রথম ৫ ব্যাটসম্যানের পর দুই অঙ্কের রানও ছুঁতে পারেননি আর কেউই। দ্বিতীয় ইনিংসেও শুধুমাত্র রবীন্দ্র জাদেজা (৩০) বাদে লেট অর্ডারের সবাই আউট হয়েছেন ১০ রানের নিচে।

দলে একজন বাড়তি বোলার থাকার সুবিধাটা নিতে চান কোহলি

দলে সূর্য কুমার যাদব,পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়ালের মতো ব্যাটসম্যান থাকার পরেও একজন বোলারকে কম খেলানো যায় কি না,  ম্যাচ পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে অবশ্য নিজের নীতিতেই অটল থাকার কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।

“আমি এইধরনের ভারসাম্যে বিশ্বাস করিনা, কোনদিন করিওনি। টেস্ট ম্যাচে আপনি হয় জেতার জন্য খেলেন অথবা হার এড়াতে। আমরা ৬ ব্যাটসম্যান নিয়েই অতীতে তা বেশ কয়েকবার করেছি। যদি আপনার প্রথম ৬জন ব্যাটসম্যান দায়িত্ব পালন করতে না পারে তাহলে অতিরিক্ত কেউ একজন আপনাকে বিপদ থেকে বাঁচাবে তার কোন নিশ্চয়তা নেই”– সংবাদ সম্মেলনে বলছিলেন কোহলি

কোহলি মনে করেন একজন বাড়তি বোলার বিপক্ষ দলের ২০ উইকেট নিতে সহযোগীতা করবে। টেস্টে ২০ উইকেট ভীষণ গুরুত্বপূর্ণ।

“আপনার কাছে যদি প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার মত রসদ বা সামর্থ্য না থাকে তাহলে আপনি আসলে জয় ছাড়া বাকি দুটি ফলাফলের জন্য খেলছেন। এভাবে খেলাটা ভারতের স্টাইল নয়”- আরও যুক্ত করেন কোহলি

তৃতীয় টেস্টে রানের দেখা পেয়েছেন কোহলি-পুজারা

কোহলি জানান, পরবর্তী টেস্টের জন্য বোলিং আক্রমনে আসতে পারে রদবদল। বোলিংয়ে পেস বোলারদের হাড়ভাঙ্গা খাটুনি থেকে সামান্য অব্যাহতি দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট বলে জানান এই ৩২-বছর বয়সী।

“এটি হওয়াই যুক্তিযুক্ত এবং এটিই হবে। আমরা কাউকে তার সামর্থ্যের সীমার বাইরে ঠেলে দিয়ে তাঁকে ভেঙ্গে পড়তে দিতে চাই না। টানা চারটি টেস্ট ম্যাচ খেলা পেসারদের পক্ষে খুবই কষ্টকর। কাজেই আমরা তাঁদের সাথে আলোচনার মাধ্যমে ঠিক করব যে কারা ৪র্থ টেস্ট ম্যাচে বিশ্রাম নেবেন যাতে তাঁরা ৫ম টেস্টের আগে পূর্ণ উদ্যমে ফিরে আসতে পারেন”

তিন ম্যাচ শেষে ১-১ ব্যবধানে সিরিজে সমতা বিরাজ করছে; সফরের ৪র্থ টেস্ট শুরু হবে ২ সেপ্টেম্বর, ওভালে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img