১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

অতি আক্রমণই কাল হলো শান্তর

- Advertisement -

জাকির হাসান আউট হওয়ার পর উইকেটে আসার পর থেকেই নিউজিল্যান্ডের বোলারদের উপর চড়াও হয়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। এদিন বাউন্ডারি মারার দিকেই বেশি মনোযোগ দিয়েছিলেন টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত অতি আক্রমণই কাল হলো তার। গ্লেন ফিলিপসের বলে উড়িয়ে মারতে গিয়ে কেইন উইলিয়ামসনের ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন শান্ত। তার আগে করেছেন ৩৫ বলে ৩৭ রান।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ইনিংসের শুরুতে কিউই পেসারদের দারুণভাবে সামাল দিয়েছিলেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে এরপরই ঘটে ছন্দপতন।

নিউজিল্যান্ডের স্পিনারদের নিয়ে যে ভয়টা ছিল, সেটাই সত্যি হলো। এজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন জাকির। বাঁহাতি এই স্পিনারের অফ স্টাম্পের বাইরে পড়ে টার্ন করে ভেতরে ঢোকা ডেলিভারিতে জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন জাকির। তবে ব্যাটে-বলে করতে পারেননি বাঁহাতি ওপেনার। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৪১ বলে ১২ রান। ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই তার বিপক্ষে এলবিডব্লিউ এর রিভিউ নিয়েছিল নিউজিল্যান্ড।

আরেক ওপেনার জয় খেলছেন দারুণ। কিউই পেসারদের দারুণভাবে সামাল দিয়েছেন তিনি। সেই সাথে স্পিনারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৯ রান। জয় অপরাজিত আছেন ৩৮ রানে, মুমিনুল হকের সংগ্রহ ৩ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img