২০ জানুয়ারি ২০২৫, সোমবার

অথচ বারো রানেই ফিরতে পারতেন ফাওয়াদ, ত্রিশে রিজওয়ান!

- Advertisement -

ইবাদত হোসেনের অফস্ট্যাম্পের ওপর দিয়ে বাউন্স করা বলটাকে কাট করার চেষ্টা ফাওয়াদ আলমের। বলটা ব্যাটের কোণায় লেগে পৌঁছাল উইকেটকিপার লিটন দাসের হাতে। লিটন আবেদন করতে গিয়েও করলেন না, বোলার ফিল্ডাররাও থাকলেন চুপ! অথচ বলটা যে লেগেছিল ফাওয়াদের ব্যাটে, সেটা কেউ বুঝতেই পারলেন না! ১২ রানে জীবন পাওয়া ফাওয়াদ পরে স্কোরবোর্ডে যোগ করেছেন আরোও ৩৮ রান।

লাঞ্চের পূর্বে দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন মোহাম্মদ রিজওয়ান। লাঞ্চ শেষে ফিরেই ইবাদত হোসেনকে পুল করতে গেলেন, তখন তার নামের পাশে ৩০ রান। ব্যাটে ঠিকমতো না লাগায় বলটা ডিপ ফাইন লেগে দাড়ানো তাইজুল ইসলামের কাছে পৌঁছাল। অথচ তাইজুল ক্যাচটাই পারলেন না লুফে নিতে!

ইনিংস ডিক্লেয়ার করার পূর্বে দুই পাকিস্তান ব্যাটসম্যানই তুলে নিয়েছেন অর্ধশতক, জুটি গড়েছেন একশ রানেরও বেশী। পাকিস্তানকে এনে দিয়েছেন তিনশ রানের লিড। অথচ, উইকেটগুলো নিতে পারলে দৃশ্যপটটা হতে পারত অন্যরকমও!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img