নাজমুল হোসেন শান্ত যখন ক্রিজে আসেন বাংলাদেশের সংগ্রহ তখন ১ উইকেট হারিয়ে ২৩ রান। ২৬ রানের মধ্যে মাহমুদুল হাসান জয়ও ধরেন প্যাভিলিয়নের পথ। তবে বিচলিত হননি শান্ত, উইকেটে আসা মুমিনুল হককে নিয়ে পাল্টা আক্রমণ করে গেছেন তিনি। মুমিনুল ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরলেও শান্তু টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি ঠিকই তুলে নিয়েছেন।
প্রথমবার লাল বলের ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। আর অধিনায়কের দায়িত্ব পেয়েই জ্বলে উঠলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই তিন অঙ্ক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১৯২ বলে মাইলফলকে পৌঁছান তিনি।
উইকেটে আসার পর থেকেই দারুণ ব্যাটিং করেছেন শান্ত। কিউই স্পিনারদের কোনো পাত্তাই দেননি তিনি। এজাজ প্যাটেল-ইশ সোধিদের দারুণভাবে সামাল দিয়েছেন তিনি। প্রথম ইনিংসে অতি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসলেও এদিন ভুল করেননি টাইগার অধিনায়ক। সেঞ্চুরির পথে মুমিনুলের সাথে গড়েছেন ৯০ রানের জুটি।