১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

অধিনায়ক হয়ে ফিরছেন হাসারাঙ্গা

- Advertisement -

আগামী ৬ জানুয়ারি থেকে ঘরের মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। যেই সিরিজ দিয়ে ফিরছেন স্পিনার হাসারাঙ্গা। শুধু ফিরছেন না, টি-টোয়েন্টিতে লঙ্কানদের নেতৃত্বও দেবেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

২০ ওভারের ফরম্যাটে দায়িত্ব পেয়েছেন হাসারাঙ্গা, ওয়ানডেতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। যিনি সবশেষ বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ইনজুরিতে পড়ার পর দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দুই ফরম্যাটেই সহকারী অধিনায়ক হিসেবে থাকবেন চারিথ আসালাঙ্কা। ফর্মহীনতায় ভুগতে থাকা শানাকা দলে থাকলেও, তাকে নেতৃত্বের দায়িত্ব দেয়নি বোর্ড।

শ্রীলঙ্কা প্রাথমিক ওয়ানডে স্কোয়াড: 
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, নুয়ানিন্দু ফার্নান্দো, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, আসিথা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা গুনাসেকেরা।

প্রাথমিক টি-টোয়েন্টি স্কোয়াড:
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, কুশল জানিথ পেরেরা, ভানুকা রাজাপাকসে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img