২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

অধিনায়কের অর্ধশতক!

- Advertisement -

পিঠের ব্যথায় খেলেননি একটি প্রস্তুতি ম্যাচেও। প্রথম দুই ম্যাচে সম্ভাবনাময় শুরু করেও মেটাতে পারেননি পরিস্থিতির দাবি। ‘অধিনায়কোচিত ইনিংস’ পাওনাই ছিল মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে। রাসেল ডমিঙ্গো ওমান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন মাহমুদউল্লাহর কাছ থেকে ভালো ইনিংস আসা নাকি সময়ের ব্যাপার।

পাপুয়া নিউগিনির বিপক্ষে বাঁচা মরার ম্যাচেই রিয়াদ স্বরূপে ফিরলেন। সাকিব আল হাসানের আউটের পর যেটুকু অনিশ্চয়তার মেঘ জমেছিল, সেটুকু উড়ে গেলো রিয়াদের ব্যাটে। চ্যাড সোপারকে টানা দুই বলে একটি করে চার আর ছক্কা মেরে মাত্র ২৭ বলে ছুঁয়েছেন ফিফটি। মোহাম্মদ আশরাফুলের পর যা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম।

এই প্রতিবেদন লেখার সময় অবশ্য রাভুর বলে আউট হয়ে ফিরে গেছেন রিয়াদ। উইকেটে আছেন আফিফ ও সোহান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img