২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

অধিনায়ক হিসেবে কোহলির শেষ টি-টোয়েন্টি ম্যাচ দেখার অপেক্ষায় ওয়াসিম

- Advertisement -

স্বপ্নের মতো শুরু, শেষটা দুঃস্বপ্নে ভরা! মুদ্রার এপিঠ ওপিঠ দুই ই যেনো দেখে ফেললেন ভিরাট কোহলি। বিশ্বকাপে এসেছিলেন অন্যতম ফেভারিট হয়েই, কিন্তু বিদায় নিতে হচ্ছে গ্রুপপর্ব থেকেই! কে ভেবেছিল এমন দিনও দেখতে হবে ভারতীয়দের! বিশ্বকাপে আসার পূর্বে কোহলি জানিয়েছিলেন লক্ষ্য একটাই, ‘ট্রফি জয়’। এই ট্রফিটাকেই পেছনে ফেলে দেশে ফিরতে হচ্ছে মেন ইন ব্লুদের।

বিশ্বকাপ শেষের সাথে সাথে শেষ হবে কোহলির অধিনায়কত্বের অধ্যায়। ভারতীয় অধিনায়ক আগেই জানিয়েছিলেন খেলতে চান সাধারণ খেলোয়াড় হিসেবেই। সেই দিক থেকে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটাই হতে যাচ্ছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভিরাট কোহলির অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।

কোহলির শেষ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় ওয়াসিম আকরাম। নিজেই জানিয়েছেন সেই কথা।

“ভিরাটকে শেষবারের মতো টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দেখার অপেক্ষায় আছি”

ভারতের বিদায় নিশ্চিতভাবেই অনেক কষ্ট দিয়েছে ভারতীয় ভক্ত-সমর্থকদের। তার সাথে অধিনায়ক কোহলির বিদায়! ভুলে যাওয়ার মতো একটা দিনই পার করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img