অনন্য পদ্ধতিতে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যেসব খেলোয়াড় নির্বাচিত হয়েছে তাদের পরিবারের একজন সদস্য ভিডিওর মাধ্যমে সে নামটি বলেছে। এইভাবে একে একে প্রতিটি খেলোয়াড়ের পরিবারের একজন সদস্য নাম ও জার্সি নম্বর উল্লেখ করে দল ঘোষণা করেছে।
আইপিএলে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে থাকা কেইন উইলিয়ামসনকে নিয়ে শঙ্কা ছিলো। নির্বাচকরা অভিজ্ঞ এই ক্রিকেটারকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রেখেছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি। উইলিয়ামসনকে অধিনায়ক করেই বিশ্বকাপে যাবে কিউইরা।
দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছে ভারতীয় বংশোদ্ভুত স্পিনার রাচিন রবীন্দ্র। এছাড়াও প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছেন ব্যাটসম্যান উইল ইয়ংও। জায়গা পাননি কাইল জেমিসন, এডাম মিলনে, টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের মতো তারকা।
ব্যাটিংয়ে উইলিয়ামসনের সঙ্গে টম ল্যাথাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যানরা দলের বড় ভরসা। পেস বোলিং অলরাউন্ডারসহ মোট ছয়জন পেসার আছেই কিউই স্কোয়াডে। দলটির স্পিন আক্রমণও বেশ শক্তিশালী। ইশ সোধির সাথে এই বিভাগের দায়িত্ব সামলাবেন মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র।
৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড স্কোয়াড:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়ং।