২৭ জুলাই ২০২৪, শনিবার

অনিশ্চয়তায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

- Advertisement -

শনিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টিকা নেয়া শেষে কথা বলেছেন ক্রিকেটের নানা ইস্যু নিয়ে। সেখানেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিসিবি বস।

৬ মে থেকে শুরু হওয়ার কথা ডিপিএল। তবে দেশে করোনা সংক্রমণ বাড়ায় চলছে লকডাউন। পাপন বলেছেন, “টুর্নামেন্টটা কবে হবে ঠিক নেই। বোর্ড ও সংশ্লিষ্টরা বায়ো বাবলে খেলা চালানো নিয়ে ভাবছে, তবে আমার কাছে মনে হচ্ছে এটা কঠিন বিষয়। পরিস্থিতি ভালো না হলে খেলা শুরু করা কঠিন”।

শঙ্কার পর আশার কথাও আছে। লঙ্কায় বাংলাদেশের খেলা দেখে খুশি নাজমুল হাসান। বিশেষ করে, সেঞ্চুরি হাকানো তরুন শান্তর প্রশংসা করেছেন তিনি। টেস্ট দল নিয়ে পাপনের নাকি দুশ্চিন্তা কমছে!

” শান্ত ভালো খেলায় আমারো ভালো লাগছে। এখন টস জিতলে কি নেবে, একাদশ কেমন হবে এসব আগেই জানতে পারছি। প্রয়োজন হলে নিজের অভিমত দিচ্ছি। মাঝে টিম ম্যানেজমেন্টের সাথে একটু দূরত্ব ছিলো। খালেদ মাহমুদ সুজন টিম লিডার হয়ে যাওয়াটা স্কোয়াডের জন্য বেশ ভালো হয়েছে। সুজন ক্রিকেট নিয়ে অনেক ভাবে। খেলোয়াড়রা ওর সঙ্গ পছন্দ করে। “

২ রাউন্ড হয়েই স্থগিত হয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ। ঢাকা প্রিমিয়ার লিগও অনিশ্চিত। ক্রিকেটারদের কথা চিন্তা করে মাঠে খেলা রাখার পথ খুঁজছে বিসিবি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img