আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ। দুবাইয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়াও স্ট্যানবাই তালিকায় তিন ক্রিকেটারকে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
এশিয়া কাপে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান রাব্বি। টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট আটটি দল অংশগ্রহণ করবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে রাব্বিদের সাথে রয়েছে শ্রীলঙ্কা, আরব আমিরাত ও জাপান।
‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এছাড়াও এই গ্রুপের বাকি দুটি দল হলো আফগানিস্তান ও নেপাল।
বাংলাদেশের স্কোয়াড:
আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বোরান্নো, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, রাফিউজ্জামান রাফি, মোহাম্মদ রোহানাতদৌলা বর্ষণ, মোহাম্মদ ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিকি, মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই: মোহাম্মদ রিজান হাসান, নাঈম হাসান ও মোহাম্মদ জিহাদুল হক জিহাদ।