১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

অনুশীলনে চোট পেয়েছেন তামিম

- Advertisement -

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করার সময় আঙুলে চোট পেয়েছেন তামিম ইকবাল। সকাল থেকেই তাসকিন আহমেদের সাথে অনুশীলন করছিলেন দেশসেরা ওপেনার। টাইগার পেসারের বলেই আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি ওপেনার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে গত কয়েকদিন ধরেই অনুশীলন করছেন তামিম। চোটের কারণে মাঠের বাইরে থাকা টাইগার ওপেনারের ঘরোয়া এই আসর দিয়ে ফেরার কথা।

বাংলাদেশের হয়ে গত বছরের ২৩ সেপ্টেম্বর সবশেষ ম্যাচ খেলেছেন তামিম। এরপর থেকেই চোটের কারণে মাঠের বাইরে তিনি। খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপ, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে সিরিজেও ছিলে দর্শকের ভূমিকায়।

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে তামিমের দল মাঠে নামবে একদিন পর, রংপুর রাইডার্সের বিপক্ষে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img