ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএনএল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি রাত ১২ টায়। দলে রাখা হয়েছিলো জেরোমি বোয়েটাঙকে।
কিন্তু প্রেমিকা মডেল কাসিয়া ল্যান্ডহার্টের আত্মহত্যার খবর পেয়ে দলের অনুশীলন ছেড়ে দ্রুতই জার্মানি ফিরে গিয়েছেন। এক সপ্তাহ আগেই তাদের বিচ্ছেদ হয়েছিলো বলে জানা গিয়েছে। ফাইনাল ম্যাচে তাঁকে দলে দেখা যাবে কি না সে বিষয়ে ক্লাব থেকে কোনো বিবৃতি দেওয়া হয় নি।