আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র পাঁচদিন। অথচ ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এখনও বিশ্বকাপের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাতে পারেনি আফগানিস্তান দল। ইংল্যান্ড এবং সংযুক্ত আরব বিপক্ষে তাঁদের ওয়ার্ম-আপ ম্যাচ দু’টি ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। তবে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইসিসির ইভেন্ট প্রধান ক্রিস টেটলি।
“আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং স্টেকহোল্ডারদের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করছি এবং দলটিকে এখানে খেলার সুযোগ করে দিতে চাইছি”- এক বিবৃতিতে জানিয়েছেন টেটলি
জানুয়ারির ১০ তারিখ সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ইংল্যান্ড এবং ১২ তারিখ সেন্ট পলসে সংযুক্ত আরব আমিরাতের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আফগান যুবাদের। এবারের বিশ্বকাপে মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ সি-তে পাকিস্তান, জিম্বাবুয়ে এবং পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে তাঁরা।