নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ, চার বছর পর হেরেছে স্বাগতিকরা। টাইগারদের আট উইকেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। কথা কম বলেন, অনুভূতি প্রকাশেও কিছুটা পিছিয়ে। তবুও অল্প কথায় জানিয়েছেন ম্যাচ জয়ের অনুভুতি, শুনিয়েছেন সারারাত না ঘুমোতে পারার গল্প।
“আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা অন্যরকম এক অনুভূতি। সত্যি বলতে গতকালকে সারারাত ঘুমোতে পারিনি কি হবে ভেবে। আমার মনে হয় এই ম্যাচটা জেতাটা ভীষণ জরুরী ছিল”- ম্যাচ জয় প্রসঙ্গে মুমিনুল
ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ইবাদত হোসেন, হয়েছেন ম্যাচসেরাও। তবে, টাইগার অধিনায়ক বললেন দলীয় পারফরম্যান্সেই এসেছে জয়, “দলীয় পারফরম্যান্সেই এসেছে জয়। তিন ডিপার্টমেন্টেই আমরা ছিলাম দুর্দান্ত। গত দুই বছরের দিকে যদি তাঁকান, আমরা খুব বেশী ম্যাচ খেলার সুযোগ পাইনি। আমাদের অনেক উন্নতির জায়গা রয়েছে, এটা প্রত্যেকেই জানে।”
ইবাদতের যেই পারফরম্যান্স তাতে করে তাকে নিয়ে যে আলাদাভাবে কথা বলতেই হবে এটা হয়তো মুমিনুল নিজেও জানতেন। সুযোগ পেতেই বললেন, “গত দুই তিন বছরে সে ভীষণ পরিশ্রম করেছ। সে বিমান বাহিনীর একজন সৈনিক, একজন ভলিবল খেলোয়াড়। বোলিং কোচ এবং কোচদের সহযোগিতায় এমন দুর্দান্ত পারফরম্যান্স এসেছে ইবাদতের। অবিশ্বাস্যকর এক স্পেল, বহুদিন মনে রাখার মতো।”
সেইসাথে তাসকিন, শরিফুলদেরও প্রসংশায় ভাসিয়েছেন টাইগার অধিনায়ক, “আপনি যদি দেখেন তাসকিন মাত্র অষ্টম ম্যাচ খেলেছে, শরিফুলের দ্বিতীয়। যেভাবে তারা বল করেছে, মনেই হয়নি তারা নতুন খেলোয়াড়। তারা নিজেদের মেধার প্রতি সুবিচার করেছে, ভালো করতে দৃঢ়প্রত্যয়ি ছিল। ভবিষ্যতের জন্য তাদের শুভকামনা।”