৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

‘অন্যান্য লিগের সাথে তুলনায় আসতে হলে বিপিএলকে আরও কয়েক ধাপ এগোতে হবে’

- Advertisement -

বিপিএল নিয়ে সমালোচন নতুন নয়। প্রতি বছর মাঠে গড়ায় বাংলাদেশের ঘরোয়া সবচেয়ে বড় এ আসর আর প্রতি মৌসুমেই বিভিন্ন বিষয় নিয়ে শুরু হয় সমালোচনা। বিপিএল শুরু হওয়ার পর একটা সময় আইপিএলের সাথে তুলনা করা হতো। শোনা যেত, আইপিএলের পর দ্বিতীয় জনপ্রিয় লিগ বিপিএল। কিন্তু সময়ের পরিক্রমায় বিপিএলের মান এসে ঠেকেছে তলানিতে। অনেক পরে শুরু হওয়া পিএসএল, সিপিএল কিংবা এলপিএলের সাথেও পাল্লা দিতে পারছে না বিপিএল। তবে এই অবস্থা কাটাতে হলে বেশ কয়েক ধাপ এগোতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

সোমবার মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, “সত্যি বললে, অন্যান্য লিগের সঙ্গে তুলনায় আসতে হলে বিপিএলকে আরও কয়েক ধাপ এগোতে হবে। বিশ্বের সব প্রান্তে ভিন্ন কন্ডিশন। বিপিএলের কথা জিজ্ঞেস করলে, এখানে এশিয়ান কন্ডিশন। এখানে ভিন্ন কন্ডিশনের মোকাবিলা করতে হবে। আইএলটি২০, বিগ ব্যাশ অথবা দক্ষিণ আফ্রিকায়ও ভিন্ন কন্ডিশন”

চলমান বিপিএলে ভালো করতে পারছেন না রিজওয়ান। গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করানোর পেছনে দারুণ ভূমিকা পালন করেছিলেন পাকিস্তানি উইকেট কিপার এ ব্যাটার। চার ম্যাচ রান করেছেন মোটে ৬৪।

এবারের বিপিএলে পারফর্ম করতে না পারার বিষয়ে রিজওয়ান বলেন, “আমি একজন মানুষ! কোনো মেশিন নই। দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। তবে আমি দলের ফলাফলে খুশি। আমি ও দলের সবাই এটিই চাই। এটি ভালো। আমার পারফরম্যান্সের কথা বললে, আমি যেমন চাই, তেমন হয়নি। আমার কাছে মানুষের প্রত্যাশাও এমন নয়। তবে আমি মেশিন নই। কঠোর পরিশ্রম করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি”

আগামীকাল থেকে ঢাকায় ফিরছে বিপিএলের ম্যাচ। একদিন পর ৭ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img