২৭ জুলাই ২০২৪, শনিবার

অপূর্ণই থেকে গেল ম্যারাডোনার ইচ্ছা

- Advertisement -

ডিয়াগো ম্যারাডোনা ছিলেন ফুটবলের জন্য, আর্জেন্টিনার মানুষের জন্য। তাই মৃত্যুর পরেও দেশের মানুষের সঙ্গেই থাকতে চেয়েছিলেন এই ফুটবল কিংবদন্তি। তার ইচ্ছা ছিল, তার মৃতদেহ যাতে সংরক্ষণ করা হয়। তবে তার সেই ইচ্ছা পূরণ হয়নি। বাবা-মায়ের পাশে সমাহিত করা হয়েছে বিশ্বজয়ী এই ফুটবলারকে।

ম্যারাডোনার এই ইচ্ছার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ম্যারাডোনার ঘনিষ্ঠ ও আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টসের সংবাদকর্মী মার্টিন আলভারো। আলভারো বলেন, ‘প্রথমে তাঁর মূর্তি বানানোর প্রসঙ্গ উঠেছিল। কিন্তু তিনি মানা করে বলেন, না আমি চাই ওরা আমার দেহটাই সংরক্ষণ করুক।’

ম্যরাডোনার মৃত্যু নিয়েও ছিল অভিযোগ। তার আইনজীবী মাতিয়াস মোরলার ভাষ্যমতে, মৃত্যুর আগের ১২ ঘণ্টায় তার পাশে ছিল না কোনো চিকিৎসক। এমনকি এম্বুলেন্স আসতেও সময় লেগেছে আধ ঘণ্টার বেশী।

আর্জেন্টিনার ইতিহাসে মৃতদেহ সংরক্ষণ করা হয়েছে কেবল দুইজনের। একজন তিনবারের প্রেসিডেন্ট হুয়ান পেরন এবং তাঁর স্ত্রী ও ‘আর্জেন্টাইনদের আধ্যাত্মিক নেতা’খ্যাত ইভা পেরন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img