সবশেষ বিশ্বকাপে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরিতে পড়েন। একই কারণে প্রায় দুই মাস ধরে জাতীয় দলের বাইরে পেসার ইবাদত হোসেন। যার কারণে আগামী নিউজিল্যান্ড সিরিজে নেই তারা। যদিও রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। বৃহস্পতিবার বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকেটারদের ইনজুরির সবশেষ আপটেড জানিয়েছেন।
সাকিবের ইনজুরির বিষয়ে তিনি বলেন, “সাকিবের ব্যথা কমে এসেছে, প্রথমে যেমন ছিল তা অনেকটা কমে এসেছে। এই ধরণের ফ্র্যাকচার তিন সপ্তাহ পর রিভিউ করতে হয়। সেটাই আমরা করবো, এখন থেকে আরও এক সপ্তাহের মধ্যে পুনরায় এক্স-রে করানোর পর, সেই রিপোর্টের ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেব”

বিশ্বকাপ চলাকালীন চোট পান তাসকিন। যার কারণে বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থেকেছেন তিনি। ইনজুরির কারণে খুব একটা ভালো বোলিং করতে পারেননি তিনি। বিসিবি চাইছে দীর্ঘমেয়াদী রিহ্যাবের মাধ্যমে যেন তাসকিন পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসে।
তাসকিনের বিষয়ে দেবাশীষ বলেন, “তাসকিন বোলিং করতে পারছে কিন্তু ওর ক্যারিয়ার বিবেচনা করে। ওকে মাঝে মাঝেই ব্যথা নাশক ওষধ খেতে হচ্ছে। ওর বলের স্পিডের সমস্যাও দেখা যাচ্ছে মাঝে মাঝে। আমরা চাইছি, দীর্ঘমেয়াদী রিহ্যাবের মাধ্যমে যেন তাসকিন পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসে”
বিশ্বকাপে টাইগারদের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধে আঘাত পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যার কারণে নিউজিল্যান্ড সফরে অভিজ্ঞ এ ব্যাটারকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বিসিবি তাসকিনের মতোই রিয়াদকেও দীর্ঘমেয়াদী রিহ্যাবের জন্য পরামর্শ দিয়েছে।

দেবাশীষ চৌধুরী মাহমুদউল্লার চোটের বিষয়ে বলেন, “ওয়ার্ল্ড কাপের শেষ খেলার দিন রিয়াদ কাঁধে আঘাত পায়। সেই চোটের গুরুত্ব বিবেচনা করে রিহ্যাবের মধ্যে থাকার উপদেশ দিয়েছি”
এদিন ইবাদতের ইনজুরি নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, “ইবাদতের হাঁটুর অপারেশন করার দুই মাস হলো। ওর কেসটা রিভিউর জন্য আবারও ইংল্যান্ডে যাচ্ছে। এখন পর্যন্ত ওর আগ্রগতি সন্তোষজনক”