১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

অফসাইডে আর্জেন্টিনার তিন গোল বাতিল, মেসির পেনাল্টিতে লিড

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষে সৌদি আরবের সাথে এক গোলে এগিয়ে আর্জন্টিনা। ১০ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড দেন মেসি।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে ঠিক তাদের মতো মনে হয়নি বরং লাতিন আমেরিকানদের বেশ চাপেই রেখেছিলো সৌদি। কর্নার থেকে প্র্রথম সুযোগ পায় আর্জেন্টিনা, লিয়ান্দ্রো পারেদেসকে ফাউল করা হয় ডি-বক্সে। ভিডিও রেফারির সিদ্ধান্তে পাওয়াা পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি।

এর পরের গল্পের নায়ক অফসাইড। হাইলাইন ডিফেন্সিভ সিস্টেমে খেলার ফায়দা পায় সৌদি। টানা ২০ মিনিটের ব্যবধানে টানা তিনবার গোল খেলেও তিনবারই সেগুলো বাতিল হযেছে অফসাইডের কারণে। প্রথমে মেসি, তারপর লাউতারো মার্তিনেজের টানা দুই গোল, সবই বাতিল অফসাইডে।

তবে সৌদি আরবকে ধন্যবাদ দিতেই হবে। পেনাল্টি থেকে গোল খেয়েও তারা দমে যায়নি বরং বল নিয়ন্ত্রনে রেখেই ফুটবল খেলার চেষ্টা করেছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img