২২ জানুয়ারি ২০২৫, বুধবার

অফসাইড ছিলেন এমবাপ্পে?

- Advertisement -

এক মিনিটের ব্যবধানে মিকেল ওরজাবাল এবং করিম বেনজেমার গোলে ম্যাচ তখন ১-১ গোলে ড্র। অতিরিক্ত সময়ের পথেই এগোচ্ছিলো ম্যাচ, এমন সময়ে ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট পূর্বে কিলিয়ান এমবাপ্পের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। জয়সূচক এই গোলটি নিয়ে ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে বিতর্কের। এমবাপ্পের পায়ে বলটা পৌছানোর আগে, বলে পা লেগেছিল স্প্যানিশ খেলোয়াড় এরিক গার্সিয়ার। তার পা স্পর্শ করে বলটা না গেলে নিশ্চিতভাবেই অফসাইড হতে পারতো এমবাপ্পের গোলটি।

শেষ অব্দি ঐ গোলটি শুধু ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার প্রতীকই নয়, হয়ে থাকলো নেশনস লিগ ফাইনালের প্রশ্নবোধক চিহ্নও! কারণ, অনেকের চোখেই যে, এখনও অফসাইড এমবাপ্পের গোল!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img