১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

- Advertisement -

শ্রীলঙ্কার দুই ওপেনারের ১২৫ রানের জুটি যতটা ভয় ধরিয়েছিলো অস্ট্রেলিয়ার মনে, ঠিক ততোটাই ভয় বোধহয় কাজ করেছিলো ৪ ওভার শেষ হতে না হতেই ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ আউট হওয়াতে। যার হাত ধরে ঘুরে দাড়ানো, সেই মিচেল মার্শও অদ্ভুতভাবে ৫২ রান করেই রানআউট! কিন্তু জাম্পা-স্টার্ক-কামিন্সদের কল্যাণে বোলিংয়ে যেমন দারুণ কামব্যাক করেছে অজিরা, ব্যাটিংয়ে তেমনই মারনাস লাবুশেন (৪০), জস ইংলিশ (৫৮), মার্কাস স্টয়নিস (২০*), গ্লেন ম্যাক্সওয়েলরা (৩১*) লিখেছেন প্রত্যাবর্তনের গল্পটা।

৮৮ বল হাতে রেখেই শ্রীলঙ্কার করা ২০৯ রান টপকে গেছে অস্ট্রেলিয়া, ছক্কা হাঁকিয়ে দলের ৫ উইকেটের জয় নিশ্চিত করেছেন স্টয়নিস। টানা দুই ম্যাচ হারের পর প্রথম জয়, অজিদের জন্য কতটা স্বস্তির সেটা ম্যাচ শেষে সবার মুখের হাসিতেই স্পষ্ট।

ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই এমনকি সাবেক ক্রিকেটাররাও বলছিলেন, টানা দুই ম্যাচ হারার পর অস্ট্রেলিয়া নিজেদের পুরো শক্তিমত্তার সাথে মাঠে নামবে। নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে খেলবে জয় নিশ্চিত করতে। হলোও তাই, চেনা রুপে প্যাট কামিন্সের দল। একটা জয় দলের চেহারাটাই বদলে দেয় অনেক সময়, ওয়ার্নার-স্মিথদেরটাও বদলে দেবে নিশ্চিতভাবেই। এই জয় যে নতুন জীবন পাওয়ার মতো এক জয়!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img