২০ ওভারে ১৪২ রান, ডিফেন্ড করে জেতার জন্য সবসময় পর্যাপ্ত না অবশ্যই। তবে কখনো কখনো অনেক বেশি; বিশেষ করে তখন যখন বোলাররা জীবনের অন্যতম সেরা ছন্দে থাকে, পুরো দল জেতার জন্য নিজেদের সবটা উজার করে দিয়ে খেলে। নিজেদের মাটিতে সিলেট যা করে দেখালো, সিলেটের বোলাররা যেভাবে বোলিং করে গেল আর কি! ১৪২ করেও তাই ম্যাচ শেষে সিলেটের ১৫ রানের জয়।
১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাইম আইয়ুবের বেশ আক্রমণাত্মক শুরু। কিন্তু এক ওভার পেরোতেই ছন্দপতন; ব্যক্তিগত ১৩ রানে প্যাভিলিয়নে সাইম, ২ রানে মোহাম্মদ নাঈম শেখ। দুই ব্যাটারকেই সাজঘরের পথটা দেখিয়েছেন জিম্বাবিয়ান পেসার রিচার্ড নাগ্রাভা। সিলেটকে জয় এনে দেয়ার মূল নায়কও তাকে বললে খুব বেশি ভুল হবে না। পরবর্তীতে যে তুলে নিয়েছেন আরো দুই উইকেট! ফিরিয়েছেন গুলবাদিন নাইব (১২) আর আরাফাত সানিকে (২)।
নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে শেষ অব্দি দুর্দান্ত ঢাকা করতে পেরেছে ৯ উইকেটে ১২৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৭* রান করেছেন তাসকিন আহমেদ, সেটাও মাত্র ১১ বলে। মূলত তার ব্যাটে ভর করেই একশো পেরিয়েছে দলটি; দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন অ্যালেক্স রস। সিলেটের হয়ে নাগ্রাভা ছাড়াও রেজাউর রহমান রাজা নিয়েছেন ২ উইকেট, ১৯ রানে ১ উইকেট পেয়েছেন স্পিনার নাঈম হাসান।