অবশেষে রান পেয়েছেন সাকিব আল হাসান। জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৮২ বলে ৫২ করেছেন সাকিব। একটা করে চার আর ছয়, নেমেছিলেন তিন নম্বরে।
শুধু সাকিবই নন, মাহমুদউল্লাহ রিয়াদ একাদশের আরেক হাফ সেঞ্চরি মোহাম্মদ নাইম শেখের ব্যাটে। ৬৮ বলে ৫০ (চারটা ৪ ও দুইটা ছক্কা)।
নাইম আর সাকিবের ফিফটিতে ভর করে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেটে ২২৩ রান তোলে মাহমুদউল্লাহ রিয়া একাদশ। মোসাদ্দেকের ব্যাট থেকে এসেছে ৩১, মুশফিক করেছেন ২৫। তামিম ইকবাল একাদশের শেখ মাহেদি হাসান ৯ ওভারে ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিনের ঝুলিতেও ২ উইকেট তবে রান দিয়েছেন ৬২।