বিশ্বকাপের দলে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। সবশেষ এশিয়া কাপে অক্ষর প্যাটেল ইনজুরিতে পড়ায় বৈশ্বিক এ টুর্নামেন্টে খেলার সুযোগ মিলে অশ্বিনের সামনে। তবে মেগা এই আসরের পরেই অবসর নিতে পারেন বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার।
সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে দারুণ বোলিং করার পুরস্কার হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পান অশ্বিন। অজিদের বিপক্ষে দুই ম্যাচে নিয়েছিলেন চার উইকেট। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আগে অবসর ও দলে ডাক পাওয়া নিয়ে কথা বলেছেন তিনি।
অশ্বিন বলেন, “ভালো জায়গায় থেকে খেলাটা উপভোগ করতে পারলে আমার জন্য সেটা ভালো। কারণ, হতে পারে এটা আমার শেষ বিশ্বকাপ। ফলে বিশ্বকাপ উপভোগ করাটাই আমার জন্য মূল বিষয়”

সাম্প্রতিক সময়ে ওয়ানডে দলে নিয়মিত নন অশ্বিন। অজিদের বিপক্ষে সিরিজে খেলার আগে ২০২২ সালে সবশেষ ৫০ ওভারের ফরম্যাটে খেলেছিলেন ডানহাতি এই স্পিনার। ২০১৭ সালের পর, ওয়ানডেতে ফিরে সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। বিশ্বকাপে যে সুযোগ পাবেন, নিজেও ভাবেননি অশ্বিন।
তিনি বলেন, “জীবন অনেক চমকে ভরা। তবে সত্যি কথা বলতে গেলে ভাবিনি বিশ্বকাপের দলে থাকব। দলে সুযোগ পাওয়ায় আমি বিস্মিত। গত চার-পাঁচ বছর ধরে খেলা উপভোগ করাই আমার উদ্দেশ্য”
১১৫ ওয়ানডেতে ১৫৫ উইকেট শিকার করেছেন অশ্বিন। পাশাপাশি ব্যাট হাতেও রেখেছেন অবদান। ১৬.৪৪ গড় ও ৮৬.৯৬ স্ট্রাইকরেটে করেছেন ৭০৭ রান।