১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

অবার হ্যাটট্রিক ভালোবাসা

- Advertisement -

ভালোবাসা দিবসে প্রিয় ক্লাবের হয়ে হ্যাটট্রিক গোল করার মতো আনন্দের আর কিছুই নেই কোনো ফুটবলারের জন্য। গানারদেরকে মজার ছলে অনেকে ‘চার’ শব্দটার সাথে ক্ষ্যাপান। তারা সেই চার গোলে এগিয়ে থাকলেওও পরে দুই গোল শোধ করে দিয়েছে প্রতিপক্ষ লিডস ইউনাইটেড। ম্যাচের মূল নায়ক ছিলেন অবামেয়াং।

শেষ দুই ম্যাচ হেরে আসা আর্সেনাল ঘরের মাঠে শুরু থেকে দাপুটে আক্রমন চালায় লিডসের বিপক্ষে খেলতে নেমেই। ম্যাচের ১৩ মিনিটে অবামেয়াংয়ের গোলের সূচনা। বুকায়ো সাকাকে নিজেদের ডি বক্সে হালকা ধাক্কা দিয়ে বিপদে পড়ে যায় লিডস। রেফারি ভার স্ক্রিন চেক করে পেনাল্টি বাতিল করে দেন। তবে তারই পাঁচ মিনিট সেই পেনাল্টি থেকে গোল পায় আর্সেনাল। বিরতিতে যাওয়ার আগ মুহুর্তে ছোট বড় পাসে বল ঘুরতে ঘুরতে চলে যায় বেলেরিনের পায়ে, তিনি সুযোগের সদ্ব্যবহার করেন। লিডসে চলতি মৌসুমে আরো তিন ম্যাচে একই ব্যবধানে (৩-০) পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে।

৪৭ মিনিটে অবার আরেকটি গোল লিডসের উপর বাড়তি চাপ সৃষ্টি করে। তবে তা থেকে বেরিয়ে এসে দশ মিনিটে দুইটি গোল শোধ করে দেয় তারা। এই জয়ে টেবিলের দশম স্থানেই থাকলো আর্সেনাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img