২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

অভিমানী কামরান; দল পেয়েও থাকছেন না পিএসএলে

- Advertisement -

রোববার অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফট। সম্ভাব্য শেষ আসর খেলতে যাওয়া কামরান আকমল, শহীদ আফ্রিদি প্রত্যেকেই দল পেয়েছিলেন। কিন্তু, টুর্নামেন্টটির অন্যতম সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও কামরানকে ড্রাফটে রাখা হয়েছিল সিলভার ক্যাটাগরিতে। যা মেনে নিতে পারছিলেন না কামরান। তাই, ড্রাফট শেষের কিছুক্ষণ পরেই টুইট করে জানিয়েছেন এবারের আসরে থাকছেন না তিনি।

“আমার মনে হয়, আমি এই ক্যাটাগরি ডিজার্ভ করি না। ধন্যবাদ সবকিছুর জন্য”- টুইটে কামরান

কামরান তার টুইটে ধন্যবাদ জানিয়েছেন পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজিকেও, “শেষ ছয়টা মৌসুম অসাধারণ একটা সফর আমার জীবনের। আমার ভালো এবং খারাপ সময়ে পাশে থাকার জন্য আকরাম ভাই, শহীদ আফ্রিদি, ড্যারেন সামি এবং  ওয়াহাব রিয়াজকে ধন্যবাদ। পেশোয়ার জালমির জন্য শুভকামনা। ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা আমার পাশে থাকার জন্য।”

সেইসাথে ইউটিউব চ্যানেলে কথা বলার সময়ে জালমি ম্যানেজমেন্টকে উদ্দেশ্য করে কামরান বলেছেন, “দয়া করে আমায় ছেড়ে দিন। এই ক্যাটাগরি আমার জন্য নয়, বরং তরুণরাই এতে উপকৃত হবে। আমি কোনো সহানুভূতি চাই না।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img