লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে সফররত নিউজিল্যান্ড। ৮৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৪৬। অভিষিক্ত ডেভন কনওয়ে অপরাজিত আছেন ১৩৬ রানে, পরীক্ষিত হেনরি নিকোলসের সংগ্রহ অপরাজিত ৪৬। ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নিয়েছেন অভিষিক্ত ওলে রবিনসন।
লাঞ্চ ব্রেকের পরপরই জেমস এন্ডারসনের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। পেস বোলিংয়ের অসংখ্য অসংখ্য রেকর্ডের মালিক জেমস এন্ডারসনের পালকে যুক্ত হলো আরেকটি মুকুট, বর্তমান বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান তার বলেই আউট হয়েছেন সবচেয়ে বেশিবার- সংখ্যাটা ৭। তখন পর্যন্ত দিনটা ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন ১১৪ রানে, রস টেইলর আউট হওয়ার পর যেখানে ইংল্যান্ড চেপে ধরবে সফররতদের, সেখানে উল্টো তারাই পড়েছে বিপাকে। ইংলিশদের ৫০ ওভারের বেশি সময় ধরে উইকেট বঞ্চিত রেখেছেন ডেভিন কনওয়ে আর নিকোলস।
লর্ডসে অভিষেক হয়েছে ডেভিন কনওয়ের। প্রিয় জায়গা মিডল অর্ডার, কিন্ত অভিষেকে ব্যাটিং করেছেন ওপেনিংয়ে। সব চাপ উড়িয়ে দিয়ে অভিষেকেই সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে অভিষেকে সেঞ্চুরি বড় মাইলফলক। সেই মাইলফলক কনওয়ে ছুঁয়েছেন আরো অনেকগুলো রেকর্ডকে সঙ্গী করে। নিউজিল্যান্ডের হয়ে অভিষেকে সেঞ্চুরি হাঁকানো দ্বাদশ ব্যাটসম্যান কনওয়ে।
আগের ১১ জনকে একটা জায়গায় ছাড়িয়ে-ছাপিয়ে গেছেন, নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। সবমিলিয়ে লর্ডসে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ৬ষ্ঠ ব্যাটসম্যান কনওয়ে। ৬ষ্ঠ কিউই ব্যাটসম্যান হিসেবে দেশের বাইরে অভিষেকেই হাঁকিয়েছেন শতক, লর্ডসে অভিষেক হওয়া কোনো সফররত ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি কনওয়ে বাদে করেছেন আর মাত্র দুইজন। এছাড়াও গড়েছেন আরেক কীর্তি, ভেঙেছেন লর্ডসে অভিষেকে সৌরভ গাঙ্গুলির করা ১৩১ রানের রেকর্ড।
কনওয়ের মতোই লর্ডসে অভিষিক্ত হন ইংলিশ পেসার ওলে রবিনসন। কনওয়ের সঙ্গী আরেক ওপেনার টম ল্যাথামকে বোল্ড করেই টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটি পেয়েছেন এই ইংলিশ পেসার । তার আরেক শিকার রস টেইলর। দিনটা তাই অনেকাংশে হয়ে রইল দুই অভিষিক্তের ।