চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার খুররম শাহজাদ। পার্থে অভিষেক টেস্টে পাঁজর ও তলপেটে চোট পান তরুণ এ পেসার। যার কারণে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে আর দেখা যাবে না তাকে। শাহজাদের চোটের কারণে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক বিবৃতিতে তারা বলেছে, “পিসিবি অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর খেলোয়াড়ের ব্যবস্থাপনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এরপর লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিরে যাবেন এবং সেখানে চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করবেন”
পার্থে অভিষেক টেস্টে দারুণ বোলিং করেছেন খুররম। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ৫ উইকেট। এর মধ্যে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথকে দুই ইনিংসেই প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্মিথের পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেনকেও তুলে নিয়েছিলেন খুররম। নাসিম শাহ চোটের কারণে দলের বাইরে থাকায় ডাক পেয়েছিলেন তিনি।
পাকিস্তান শিবিরে চোট আছে লেগ স্পিনার আবরার আহমেদেরও। যার কারণে খেলতে পারেননি প্রথম টেস্ট। বাকি দুই ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়! আবরারের বিকল্প হিসেবে স্পিনার সাজিদ খান দলের সাথে যোগ দিয়েছেন।