১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

অভিষেক ম্যাচেই তানজিদ তামিমের ফিফটি, জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ৮ উইকেটে জয়।

- Advertisement -

অভিষেক ম্যাচেই তামিমের ফিফটি, জিম্বাবুয়ের বিপক্ষে টাইগার ৮ উইকেটে জয়।

চট্টগ্রামে ২৮ বল আর ৮ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে। তানজিদ তামিমের অভিষেক ম্যাচেই ফিফটি, সাথে ৪৭ বলে ৬৭ করে তাওহীদ হৃদয়ের সাথে ম্যাচ শেষ করেন।নিজের অভিষেক ম্যাচেই ৩৬ বলে ফিফটি পুর্ন করেন। জুনায়েদ সিদ্দিকীর পর দ্বিতীয় বাংলাদেশী অভিষেকেই এই কীর্তি করার রেকর্ড করেন তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাশ হতাশ করেছেন। ৩ বলে ১ রান করে ফেরেন সাজঘরে। বাংলাদেশ ব্যাটিংয়ের তৃতীয় ওভার শেষে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হানা দেয় বৃষ্টি। তবে ভারী বর্ষণ না হলে এর কিছুক্ষন পর আবার খেলা শুরু হয়।

সেই বৃষ্টি আবারও আসে সাগরিকায়, দ্বিতীয় বারের মতো বৃষ্টি আসার আগে বাংলাদেশের স্কোর তখন ৪৪, উইকেট যা ছিল তাই। দ্বিতীয় বারের মতো বৃষ্টি শেষে খেলা শুরু হলে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হয়ে ফেরেন ২৪ বলে ২১ রান করে।

তার আগে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তুরুপের তাসের মতো ভেঙে পড়েছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। ২০ ওভারে ১২৪ রানেই গুটিয়ে গেছে সিকান্দার রাজার দল। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ১২৫ রান।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৮ রান তুলে নেয় জিম্বাবুয়ের ওপেনার জয়লর্ড গাম্বি। তবে পরের ওভারেই শেখ মাহেদির বলে প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর একের পর এক উইকেট তুলতে থাকে বাংলাদেশি বোলাররা। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান তোলে জিম্বাবুয়ে।

৪১ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরেন ক্লাইভ মাদান্দে এবং ওয়েলিংটন মাসাকাদজা। দুজন মিলে গড়েন ৭৫ রানের জুটি। মাদান্দে ৩৯ বলে ৪৩ এবং মাসাকাদজা ৩৮ বলে করেছেন ৩৪ রান। এছাড়াও ১৪ বলে ১৭ রান তোলেন জয়লর্ড গাম্বি, ১৫ বলে তিন চার হাকিয়ে ব্রায়ান বেনেট করেন ১৬ রান। আর কেউই ছুঁতে পারেনি দুই অংকের রান। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে সব উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১২৪ রান।

দীর্ঘ ১৮ মাস মাস দলে ফিরে ১৫ রানে তিন উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাসকিন আহমেদও পেয়েছেন ১৪ রানে তিন উইকেট। এছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন শেখ মাহেদি। ৭ উইকেট হারিয়ে প্রথম ১০ ওভার শেষে সিকান্দার রাজার দল তুলতে পেরেছে ৫৪।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img