১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার

অভিষেক ম্যাচে বিবর্ণ আলভারেজ

- Advertisement -

হাজার কোটি টাকা চুক্তিতে আতলেতিকো মাদ্রিদে আসার পর শুরুটা মোটেই ভালো হয়নি আর্জেন্টাইন ফুটবলার হুলিয়ান আলভারেজের। মঙ্গলবার লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করেছে আতলেতিকো। নতুন ক্লাবের জার্সিতে প্রথম ম্যাচে একবারে বিবর্ণ ছিলেন আলভারেজ।

গত সপ্তাহে ম্যানচেস্টার সিটি তারকা আলভারেজকে বাংলাদেশের মুদ্রায় প্রায় ১০৯২ কোটি টাকার চুক্তিতে দলে ভিড়িয়েছে আতলেতিকো। নতুন ঠিকানায় এসে অনুশীলনে বেশি সময় পাননি আর্জেন্টাইন তারকা, ছিলেন না আতেলেতিকোর শুরুর একাদশেও।

এস্তাদিও দে লা সেরামিকায় ম্যাচের ১৮ মিনিটেই প্রথম গোল হজম করে আতলেতিকো। যদিও ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি তারা। ২ মিনিট পরই গোল সমতা করেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে। ৩৭ মিনিটে ককের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে গোল করে দলকে সমতায় ফেরান সরলথ।

শেষ ১৫ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন আলভারেজ। স্বল্প সময়ে একেবারেই বিবর্ণ ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। দেখা পাননি গোলেরও।তবে আলভারেজের নিষ্প্রভ থাকার দিনেও দলের ড্র নিয়ে সন্তুষ্ট কোচ দিয়েগো সিমিওনে। হারের শঙ্কা থাকার পরও ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরে খুশি তিনি।

ম্যাচশেষে সিমিওনে বলেন, “আমার মনে হয় আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। কিছু ব্যক্তিগত ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, তবে দল হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img