নিউজিল্যান্ডের বিপক্ষে সিনিয়র ক্রিকেটারদের ছাড়া তরুণ একটা দল নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। মাঠের খেলায় সেটার প্রভাব পড়তে দেননি ক্রিকেটাররা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। তবে এখনো পুরো কাজ শেষ হয়ে যায়নি, পরের টেস্টের দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, “আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে। আমাদের যে বোলিং অ্যাটাক, ব্যাটিংয়ে যে শক্তি আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা আলাদা আলদা করে যেমন শক্তি ছিল আমার কাছে মনে হয়েছে সিরিজটা জেতা সম্ভব। যদিও একটা ম্যাচ বাকি। অর্ধেক কাজ হয়েছে। এমন না যে পরের ম্যাচ যাবো আর জিতে যাবো। এরকম হবে না। আবার ওই পাঁচদিন কষ্ট করা লাগবে। অর্ধেক কাজ হয়েছে। আশা করবো যে পরের ম্যাচে কীভাবে আরও উন্নতি করে জিততে পারি”

অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই বাংলাদেশকে জয় এনে দিলেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম বাংলাদেশী হিসেবে অভিষেকেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। সব মিলিয়ে খুশি শান্ত।
“ভালো লাগছে। খুবই খুশি। যেরকম চিন্তা করে এসেছিলাম, পরিকল্পনা করেছি…প্রথম টেস্ট ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে। ওভার অল যদি চিন্তা করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুব ভালো একটা ম্যাচ খেলেছি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এরকম জয়, খুবই আনন্দিত”– সংবাদ সম্মেলনে বলছিলেন শান্ত।
ম্যাচ শুরুর আগে থেকেই নিউজিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস ছিল শান্তর। বাংলাদেশের বোলিং অ্যাটাক আর ব্যাটিংয়ে যে শক্তি আছে তা দেখেই তার মনে আত্মবিশ্বাস চলে এসেছে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক।