২৭ জুলাই ২০২৪, শনিবার

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে চারে রুট, রাঁচি টেস্ট জেতানো জুরেলের বড় লাফ

- Advertisement -

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচে হাসেনি জো রুটের ব্যাট। তাতে করে ডানহাতি এ ব্যাটারকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। তবে রাঁচি টেস্ট দারুণ এক সেঞ্চুরি করে সব সমালোচনার জবাব দিয়েছেন রুট। যার প্রভাব পড়েছে আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও, দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। শুধু তাই নয়, সেঞ্চুরির পাশাপাশি ২ উইকেট নিয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন রুট।

ভারতের ওপেনার জয়স্বী জসওয়ালও আইসিসি থেকে পেয়েছেন সুখবর। ৩ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তরুণ এ ব্যাটারের অবস্থান এখন ১২তম। তবে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন ধ্রুব জুরেল। রাঁচিতে প্রথম ইনিংসে ৯০ আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রান করে ভারতকে জেতানো তরুণ এ ব্যাটার আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯তম স্থানে।

টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ বিশের মধ্যে জায়গা করে নিয়েছেন জ্যাক ক্রলি। ইংলিশ ওপেনারের অবস্থান তালিকার ১৭ নম্বরে।

টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রিত বুমরাহ। রাঁচিতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাতে প্রথম স্থানে থাকা বুমরার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের রেটিং পয়েন্টের পার্থক্য কমে দাঁড়িয়েছে ২১–এ। বুমরার রেটিং পয়েন্ট ৮৬৭, অশ্বিনের ৮৪৬।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img