১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

অলরাউন্ডারের চোখে ডিপিএলের সেরা একাদশ

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৯-২০ শেষ হয়েছে শনিবার। বেশকিছু ঘটন-অঘটনের টুর্নামেন্ট  বিসিবি শেষ করেছে বেশ সফলভাবেই। জাতীয় দলের খেলোয়াড়দের ব্যার্থতা বা নতুন খেলোয়াড়দের সফলতা, অলরাউন্ডার নজর রেখেছিলো সবদিকেই। সকল পারফর্মারকে এক করে টুর্নামেন্টের সেরা একাদশ বানিয়েছে অলরাউন্ডার। অলরাউন্ডারের চোখে সেরা একাদশ-

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

মিজানুর রহমান

ডিপিএলে সর্বোচ্চ রান স্কোরারদের লিস্টে সবার ওপরে আছেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান। এবারের ডিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান মিজান অর্ধশতকও করেছেন ৩টি। অলরাউন্ডারের বেছে নেওয়া টিমে ওপেনিংয়ে ব্যাট করতে নামবেন মিজানুর রহমান।

মুনিম শাহরিয়ার

ডিপিএল টি২০’র সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজদের মধ্যে একটা মুনিম শাহরিয়ার। লিটন দাশের ইনজুরিতে জায়গা পেয়েছিলেন আবাহনী টিমে; সে যায়গা আর ছাড়েননি মুনিম। মুনিমকে ওপেনিংয়ে যায়গা দিতে কখনো লিটন আবার কখনো নাঈম ছেড়েছেন ওপেনিং স্পট। অভিজ্ঞ মিজানের সাথে তরুণ মুনিম শাহরিয়ার অলরাউন্ডারের বেছে নেয়া টিমের আরেক ওপেনার।

নাঈম শেখ

চ্যাম্পিয়ন আবাহনীর সর্বোচ্চ রান স্কোরার নাঈম শেখ। দলের প্রয়োজনে ওপেনিং এবং মিডল অর্ডার দুই যায়গাতেই ব্যাট করেছেন নাঈম, সফলও হয়েছেন। এই দলের তিনে ব্যাট করবেন বাঁহাতি নাঈম শেখ।

মাহমুদুল হাসান জয়

যুব বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের মধ্যে ডিপিএলে সবচেয়ে সফল হয়েছেন জয়। তার দল ওল্ড ডিওএইচএস লিগে রেলিগেশনের শিকার হলেও নিজের ব্যাটিং দিয়ে ঠিকই জয় অবস্থান করছেন সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় ২ নম্বরে। অলরাউন্ডারের বেছে নেয়া টিমের ৪ নম্বর পজিশনটা সামলাবেন মাহমুদুল হাসান জয়।

নুরুল হাসান সোহান

দলের অধিনায়ক ও উইকেটকিপার নুরুল হাসান সোহান। শেখ জামালকে সুপার লিগে তোলা, বড় দলকে হারানো সব দিকেই সোহান ছিলেন অনবদ্য। এবারের আসরে সোহানের ব্যাটিংটাও হয়েছে বেশ জুঁতসই।

ছবিঃ অলরাউন্ডার
ছবিঃ অলরাউন্ডার

শেখ মেহেদী

লিগে ব্যাটিং ও বোলিং দুই যায়গায়ই শুরুর ১০-১৫ জনের মধ্যে নাম থাকা একমাত্র খেলোয়াড় শেখ মেহেদী হাসান। এবারের লিগে ব্যাটে বলে সমান পারফর্ম করেন মেহেদী। লিগে ওপেনিং স্পট সামলালেও অলরাউন্ডারের বেছে নেয়া দলে শেষের দিকে দ্রুত গতিতে রান তোলার দায়ীত্ব থাকবে শেখ মেহেদী হাসানের।

শামীম পাটোয়ারী

ডিপিএল দিয়েই জাতীয় দলের দরজা খোলা শামীম জায়গা পেয়েছেন অলরাউন্ডারের দলেও। শেষে নেমে দ্রুত গতিতে রান তোলা, বিদ্যুত গতির ফিল্ডিং আর প্রয়োজনের সময় হাত ঘুরানো সবই পারেন শামীম। অলরাউন্ডারের বেছে নেয়া দলের সবচেয়ে গুরুত্বপূর্ন প্লেয়ারদের মধ্যে একজন হতে পারেন শামীম।

মোহাম্মদ সাইফুদ্দিন

ব্যাট হাতে সাইফুদ্দিনের লিগ ভালো না গেলেও বল হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। দারুন দক্ষতায় ডেথ ওভার সামলানো, গুরুত্বপূর্ন সময়ে উইকেট এনে দেওয়া এবং দরকারে ব্যট চালানোই অলরাউন্ডার টিমে সাইফুদ্দিনের প্রধান কাজ।

ছবিঃ অলরাউন্ডার
ছবিঃ অলরাউন্ডার

তানভির ইসলাম

দলের স্পিন বোলিং ডিপার্টমেন্টের প্রধান দায়ীত্ব তানভিরের কাঁধে। ১১ ম্যাচে অবিশ্বাস্য ইকোনোমি এবং উইকেট তোলার ক্ষমতাই তাকে দলে সুযোগ করে দিয়েছে। এছাড়াও, মিডল ওভারে রানের চাকা আটকানোর কাজটাও তাকেই করতে হবে।

কামরুল ইসলাম

ঘরোয়ার নিয়মিত পারফর্মার কামরুল ইসলাম ভালো করেছেন এবারের ডিপিএলেও। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি কামরুল ইসলাম রাব্বি। ডেথ ওভারে কার্যকরি রাব্বি যায়গা পেয়েছেন অলরাউন্ডারের বানানো দলেও।

শরিফুল ইসলাম

যুব বিশ্বকাপ জয়ী দলের তৃতীয় সদস্য হিসেবে দলে চান্স পেয়েছেন শরিফুল ইসলাম। আগ্রাসী শরিফুলের সবচেয়ে বড় গুন উইকেট তুলে নেয়ার ক্ষমতা। অলরাউন্ডারের বেছে নেয়া দলের একমাত্র বাঁহাতি পেসার শরিফুল।

ছবিঃ অলরাউন্ডার
ছবিঃ অলরাউন্ডার

টুর্নামেন্টের সেরা একাদশের ১১ জনের মধ্যে জিম্বাবুয়ে সফরের স্কোয়াডে রয়েছেন ছয়জন, সেই ছয়জনেও নিয়মিত জাতীয় দলে খেলেন হাতেগোনা ১-২জন। সুতরাং, ডিপিএলের সেরা পারফর্মারদের নিয়ে বানানো একাদশে জাতীয় দলের নিয়মিত সদস্যদের অনুপস্থিতিতে কষ্ট পাবেন নাকি জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের ভালো পারফর্মেন্সে খুশি হবেন সেই সিদ্ধান্ত আপনার।

ছবিঃ অলরাউন্ডার
ছবিঃ অলরাউন্ডার

অলরাউন্ডারের বেছে নেয়া দলে সুযোগ পাওয়া সবাইকেই অলরাউন্ডার জানায় শুভকামনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img