১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

অলিম্পিক আর্চারির সেকেন্ড রাউন্ডে রোমান সানা

- Advertisement -

টোকিও অলিম্পিক আর্চারির ব্যক্তিগত ইভেন্টে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রোমান সানা। নিজের দ্বিতীয় রাউন্ডের খেলায় কানাডার ক্রিসপিন ডিউনাসের বিরুদ্ধে মাঠে নামবেন সানা।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

মিক্সড দলীয় ইভেন্টে সানা-দিয়া জুটি দক্ষিন কোরিয়ার কাছে হেরে বাদ গেলেও পুরুষ ব্যক্তিগত ইভেন্টে এখনও টিকে রইলেন রোমান সানা। মঙ্গলবার পাঁচ সেটের খেলায় বৃটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়েছেন বাংলাদেশি আর্চার। প্রথম সেট ১-১ এ ড্র হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় সেট ২-০, ২-০ পয়েন্টে জিতে নেন রোমান সানা।

চতুর্থ সেটে হেরে যান সানা। এই সেটে তিন অ্যারো থেকে রোমান পান ২৫ পয়েন্ট আর টম হল তুলে নেন ২৭ পয়েন্ট। ফলে এই সেটে ০-২ এ হারেন বাংলার তিরন্দাজ। চতুর্থ সেটে হোঁচট খাওয়ার পর পঞ্চম সেট আবারও ২-০ সেট পয়েন্টে জিতে নেন রোমান। পাঁচ সেট শেষে ৭-৩ পয়েন্টে জিতে এই ইভেন্টের পরের রাউন্ড নিশ্চিত করেন বাংলাদেশি আর্চার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img