পাকিস্তানের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা প্রায় শেষ, যেটুকু ঝুলে আছে সেই সমীকরণ মেলানো অসম্ভব। তারপরও ছাড় দিতে রাজি নয় বাবর আজম, শেষ চেষ্টাটা করে যেতে চান তিনি। সেই লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং করবে পাকিস্তান।
টুর্নামেন্টে নিজেদের সেরাটা খেলতে পারেনি জস বাটলারের দল। সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে তারা। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে বদ্ধ পরিকর ইংলিশরা। সেই সাথে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাকা করতে জয়টা খুবই দরকার ইংল্যান্ডর জন্য।
পাকিস্তান একাদশ:
আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আঘা, শাদাব খান, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।