ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
‘এ’ গ্রুপ থেকে ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে হ্যারি কেইন-টমাস মুলারদের বায়ার্ন। দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে যেতে ম্যানইউর সামনে কঠিন সমীকরণ। নিজেদের ম্যাচ তো জিততে হবেই, সেই সাথে গ্যালাতসারাই-কোপেনহেগেনের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। কোপেনহেগেন-গ্যালাতাসারাই ম্যাচ ড্র হলেই শুধু বায়ার্নকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে ইউনাইটেড।
অন্যদিকে কোপেনহেগেন-গ্যালাতসারাই ম্যাচে যারা জিতবে, তারাই উঠে যাবে শেষ ষোলোতে। ম্যাচ ড্র হলে ও অন্য ম্যাচে ইউনাইটেড পয়েন্ট হারালে কোপেনহেগেন উঠবে দ্বিতীয় রাউন্ডে।

বায়ার্নের মুখোমুখি হওয়ার আগে পরিসংখ্যান কথা বলছে না এরিক টেন হাগের দলের পক্ষে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের ১২ বারের দেখায় মাত্র দুইবার জিততে পেরেছে। যার মধ্যে সমান ৫বার করে হার ও ড্র করেছে ইউনাইটেড। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে সবশেষ চার ম্যাচে টেন হাগের শিষ্যরা জিততে পেরেছে মাত্র একটি ম্যাচ।
বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ১৯ ম্যাচ ধরে অপরাজিত। তবে নিজেদের মাঠে বায়ার্নের বিপক্ষে ম্যানইউয়ের রেকর্ড আশার পালে হাওয়া দিচ্ছে সমর্থকদের। বায়ার্ন ওল্ড ট্র্যাফোর্ডে সবশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছে। দেখা যাক, ব্রুনো ফার্নান্দেজরা কেইনদের হারাতে পারেন কিনা।