প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যেখান থেকে শেষ করেছিলেন, অস্ট্রেলিয়ার সাথে যেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন কুইন্টন ডি কক। বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন উইকেট কিপার এ ব্যাটার। এছাড়াও ফিফটি করেছেন এইডেন মার্করাম। তাতেই অজিদের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৩১২ রান সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে শুরুটা দারুণ করেছিলেন ডি কক। প্রথম কয়েক ওভারে অজি বোলারদের সামনে ভুগলেও সময় যত গড়িয়েছে নিজের স্বভাবসূলভ ব্যাটিং করেছেন এ বাঁহাতি ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাভুমা। দুজনে মিলে গড়েন ১০৮ রানের জুটি। ৫৫ বলে ২ বাউন্ডারিতে বাভুমা ৩৫ রান করে ফিরলেও টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি কক।
৫১ বলে ফিফটি পূর্ণ করা উইকেট কিপার এ ব্যাটার তিন অঙ্কে পৌঁছাতে সময় নিয়েছেন মাত্র ৩৯ বল। ওয়ানডে ক্যারিয়ারের ১৪৭ ম্যাচে এটি তার ১৯ তম সেঞ্চুরি। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হওয়ার আগে ১০৬ বলে ৮ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১০৯ রান।
আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান এইডেন মার্করাম এদিন ফিফটি করেছেন। ৪৪ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৫৬ রানের ইনিংস। শেষে এসে মার্কো ইয়ানসেন করেছেন ২২ বলে ২৬ রান। সাউথ আফ্রিকার প্রথম সাত ব্যাটারই দুই অঙ্কের ঘরে রান করেছেন।
অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৩৪ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছেন। দুই উইকেট নিতে স্টার্ক খরচ করেছেন ৯ ওভারে ৫৩ রান। একটি করে উইকেট শিকার করেছেন জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।