২৩ অক্টোবর ২০২৪, বুধবার

অস্ট্রেলিয়ার জয়ে সুপার এইটে ইংল্যান্ড

- Advertisement -

দিন দুয়েক আগে অজি পেসার জশ হ্যাজেলউডের কথা ভয় ধরিয়েছিল ইংল্যান্ড ভক্তদের মনে। পরে অবশ্য প্যাট কামিন্স আশ্বাস দিয়েছিলেন, তারা জয়ের জন্যই খেলবেন। মিচেল মার্শের দল কথা রাখল। স্কটিশদের বিপক্ষে ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অজিদের জয়ে নেট রান রেটে এগিয়ে থেকে সুপার এইটে ইংল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে ব্রেন্ডন ম্যাকমুলেন সর্বোচ্চ ৩৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন। দলটার অধিনায়ক রিচি বেরিংটন খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ৩১ বলে ৪২ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে গ্লেন ম্যাক্সওয়েল।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি অজিদের। ৬০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। পরে সেই চাপ সামাল দেন ট্রাভিস হেড এবং মার্কাস স্টয়নিস। দুজনেই দেখা পান ফিফটির। হেড করেন ৪৯ বলে ৬৮, স্টয়নিসের ব্যাট থেকে আসে ২৯ বলে ৫৯ রান।

শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিলো ৬০ রান। সেই লক্ষ্য সহজেই টপকে যায় অস্ট্রেলিয়া। অজিদের জয়ে টুর্নামেন্টে টিকে রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img