সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার দিবাগত রাত ১২টা ৩৬ মিনিটে বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের পোস্ট, “দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, অস্ট্রেলিয়া ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেটে আর থাকছি না”। যদিও এরপর থেকে শ্রীনিবাসের পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না! অর্থাৎ ক’দিন ধরেই বাতাসে যেই খবর চাওর হয়েছিল, সেটাই সত্যি হচ্ছে। ২০১৮ সাল থেকে টাইগারদের কোচিং স্টাফে থাকা শ্রীনিবাস আর বাংলাদেশ দলের সাথে কাজ করবেন না।
“দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর আমি বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাব! এটা একটা দারুণ যাত্রা ছিল, যেটা আমি সারাজীবন মনে রাখব। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য, খেলোয়াড়, কোচ, অধিনায়কদের (আমার প্রতি) আস্থা রাখার জন্য এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই”-ফেসবুকে শ্রীনিবাস চন্দ্রশেখর
শুধু তাই না, টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও যে বিশ্বকাপের পরই বাংলাদেশ অধ্যায়ের ইতি টানছেন সেটা এখন অনেকটাই পুরনো খবর, বাকি কেবল অফিশিয়াল ঘোষণার। অবশ্য, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিজবাজ’-কে নাম না প্রকাশ্যে ইচ্ছুক বিবিসির এক কর্মকতা জানিয়েছেন, “হ্যাঁ, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই হতে যাচ্ছে ডোনাল্ডের শেষ অ্যাসাইনমেন্ট।”
অর্থাৎ, গেল বছর মার্চে দায়িত্ব নেয়া ডোনাল্ডও বিদায় নিচ্ছেন বিশ্বকাপে টাইগারদের শেষ ম্যাচের পরেই। যদিও টাইগার পেসারদের দায়িত্ব নেয়ার পর শুরুতে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর সাথে চুক্তি করা হলেও, পারফর্ম্যান্স ভালো হওয়ায় চুক্তি বাড়িয়ে সেটা ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছিল।