সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের প্রচলিত ‘কোড অব কন্ডাক্ট’-এ বেশকিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অধিনায়কত্ব থেকে আজীবনের নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়ার জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারবেন এই ওপেনার। ফলে, আবেদন গৃহীত হলে ভবিষ্যতে অজি দলের দায়িত্ব নিতে ওয়ার্নারের সামনে আর বাধা থাকবে না।
সিএ-এর আগের নিয়ম অনুযায়ী, বোর্ড কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ভবিষ্যতে সে নিয়ম পরিবর্তনের সুযোগ ছিল না। ২০১৮ সালে ‘সেন্ডপেপার-গেট’ বল টেম্পারিয়ের দায়ে তৎকালীন টেস্ট অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন বেনক্রফটকে সাজা দেয় অজি ক্রিকেট বোর্ড। শাস্তির নির্দিষ্ট মেয়াদ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ওয়ার্নারকে আজীবন অধিনায়কত্ব থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। যদিও স্মিথকে কেবল দুই বছরের জন্য অধিনায়কত্ব থেকে নির্বাসিত করা হয়।
এর আগে বহু ইন্টারভিউয়ে দলের দায়িত্ব নেয়ার আগ্রহের কথা জানিয়েছেন ওয়ার্নার, নিষেধাজ্ঞার কারণে এতোদিন তা সম্ভব হয়নি। তবে, নতুন নিয়মে অধিনায়ক হওয়ার জন্য তিনি আবেদন করতে পারবেন। বর্তমানে টেস্ট এবং ওয়ানডে দলের দায়িত্ব সামলাচ্ছেন প্যাট কামিন্স এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।