কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ওশেনিয়া অঞ্চলের ফুটবল দলে সবচেয়ে বড় চমক কোচের নিজের মেয়ের জামাই ট্রেন্ট সেইন্সবারির না থাকা। চলতি মৌসুমে কাতার ক্লাব আল-ওয়াকরাহর হয়ে খেলছিলেনও দারুণ। সেন্টার ব্যাক হিসেবে খেলে করেছেন গোল। কিন্তু তবুও দলে রাখেননি নিজের শ্বশুর কোচ গ্রাহাম আরনল্ড।
রক্ষণে ফ্রান কারাচিচ, জোয়েল কিং, হ্যারি, বেইলি রাইটদের থাকাটা অনুমেয়ই ছিল। তবে অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট শেষ পর্যন্ত দলে থাকবেন কি না, তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। শেষ পর্যন্ত ট্রেন্টের অভিজ্ঞতায় ভরসা রাখলেন না নিজের শ্বশুর মশায়। ৫৪ ম্যাচ খেলা এই ডিফেন্ডারকে বাদ দিয়েই ঘোষণা করা হল অস্ট্রেলিয়া দল।
The 2️⃣6️⃣ players heading to our sixth @FIFAWorldCup 🫡✈️
#GiveIt100 #Socceroos pic.twitter.com/7G6A6KbEpk— Socceroos (@Socceroos) November 8, 2022
২৩ নভেম্বর গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া দল। গেল বারও ফ্রান্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া।