১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

অস্ট্রেলিয়ায় নয়; নিজেদের দেশেই খেলছে পাকিস্তান!

- Advertisement -

সব পরিকল্পনা অনুযায়ী চললে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। ম্যাচের আগে সমর্থকদের মধ্যে কথার লড়াই তো চলছেই, বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও। অফিশিয়াল ফ্যান্স মিটে অবশ্য দুই দলের দুই প্রতিনিধি শাদাব খান এবং মঈন আলী কথা বলেছেন ফাইনালের আগে তাদের ভাবনা নিয়ে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের জন্মস্থান মিয়ানওয়ালি থেকে উঠে এসেছেন পাকিস্তানের বর্তমান সহ-অধিনায়ক শাদাব খান। ফাইনালের আগে এই অলরাউন্ডার বেশ আত্মবিশ্বাসী। সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতেই জিততে চান বিশ্বকাপ।

“মেলবোর্নে এসে মানুষের এতো ভালোবাসা পেয়েছি যে মনে হচ্ছে আমরা আমাদের ঘরেই আছি। আমাদের খুব খারাপ সময়েও তাঁরা আমাদের পাশে ছিলেন, আজও আছেন। ফাইনালের আগে আমরা আসলে কোনো চাপে অনুভব করছি না”-বলেছেন শাদাব 

সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে একদম শেষই হয়ে গিয়েছিল পাকিস্তানের স্বপ্ন। সেই শেষ থেকে আবার নতুন শুরু। সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি দলটা। ফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ড শক্তিশালী হলেও পাকিস্তানের আত্মবিশ্বাস তুঙ্গে।

ইংল্যান্ড চ্যাম্পিয়ন দল।  তারা ভারতকে দশ উইকেটে হারিয়ে ফাইনালে এসেছে, কোনোরকম চাপ ছাড়াই। আমাদের শক্তির জায়গা বোলিং আর ইংল্যান্ডের ব্যাটিং। আশা করি, দারুণ একটা লড়াই হবে। ফলাফল যাই হোক, মাঠে আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করবো; কোনো কিছুর কমতি রাখব না।”  

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img