টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা কিংবা চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া দলের নজরকাড়া পারফরম্যান্সের পিছনের অন্যতম কারিগর বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গার। ২০১৮ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দায়িত্ব নেয়া এই কোচের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ২০২২ সালের মে মাসে। তবে, নিজের কর্মস্থল এবং খেলোয়াড়দের প্রতি ভালোবাসা তৈরি হওয়ায় চুক্তির মেয়াদ বাড়াতে চাইছেন অন্যতম সফল এই কোচ।
“হ্যাঁ, আমি এখনও টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি- এই তিন ফরম্যাটেই কোচিং চালিয়ে যেতে চাই”-বলছিলেন ল্যাঙ্গার
নিজের কাজের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে পিছপা হতে নারাজ এই অজি কোচ, “নিজের কাজের প্রতি সৎ থাকা অত্যন্ত জরুরী। আমি গত চার বছর ধরেই বলে আসছি, আমি আমার কাজকে ভালোবাসি।“
‘মাইটি অস্ট্রেলিয়া’ দলের কোচ হিসেবে নিজের সাফল্যের পিছনের মূলমন্ত্র হিসেবে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের ভালো খেলাকেই কৃতিত্ব দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার, “ছেলেরা ভালো খেলছে, এতে কোনো সন্দেহ নেই। এটি একটি দুর্দান্ত দল, যার সাথে আমি জড়িত। তাই আমার দিক থেকে সিদ্ধান্তের কোনো পরিবর্তন করতে চাই না।“