১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

অস্ত্রোপচার শেষে আইসিইউতে কাজী সালাউদ্দিন

- Advertisement -

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। সালাউদ্দিনের পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সকাল ৯টায় বাফুফে সভাপতির অস্ত্রোপচার শুরু হয়ে বিকেল ৪টার দিকে শেষ হয়েছে। কোনো ধরণের জটিলতা ছাড়াই সালাউদ্দিনের সার্জারি সম্পন্ন হয়েছে। অপারেশনের পর তাকে রাখা হয়েছে আইসিইউতে। অস্ত্রোপচার শেষে শিগগিরই কাজী সালাউদ্দিন সুস্থ হবেন বলে আশাবাদী বাফুফে ও তার পরিবার।

হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় ৭০ বছর বয়সী এই কিংবদন্তিকে গত বুধবার (২০ ডিসেম্বর) হাসপাতালে নেওয়া হয়। সেদিন বাফুফে সভাপতির এনজিওগ্রাম করা হয়। তার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে। প্রায় দশ বছর আগে একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img