৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করলো ইউয়েফা

- Advertisement -

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ইউয়েফা) ২০২১-২২ মৌসুম থেকে অ্যাওয়ে গোলের নিয়ম উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে ইউয়েফা।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শেষে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল অ্যাওয়ে গোল বাতিল করতে পারে ইউয়েফা। গত মাসের শেষে ইউয়েফা সর্বপ্রথম অ্যাওয়ে গোল বাতিল করার পরিকল্পনা গ্রহন করে। ইউয়েফার সেই ঘোষনায় পক্ষে-বিপক্ষে অনেক মতবাদ ছিল। তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যাওয়ে গোল বাতিল করার সিদ্ধান্ত নিয়েই ফেলল ইউয়েফা।

আগামী ২০২১-২২ মৌসুম থেকে কার্যকর হবে ইউয়েফার সিদ্ধান্ত। ইউয়েফা আয়োজিত সকল টুর্নামেন্ট যেমন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউয়েফা ইউরোপা লিগ। একই নিয়ম প্রযোজ্য উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ এমনকি ইয়ুথ চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রেও। দুই লেগ মিলিয়ে দুদলের গোল সংখ্যা সমান হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ম্যাচ নিষ্পত্তি নাহলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img