বিশ্বকাপের বাছাইপর্বে খেলেননি কলিন অ্যাকারম্যান- রোয়েলফ ভ্যান ডের মারওয়ে। তবে তাদের দুইজনকে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
কাউন্টিতে খেলার ব্যস্ততা থাকার কারণে বাছাইপর্বে খেলেননি বেশ কয়েকজন তারকা। তবে বাকিদের নিয়েই ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে পেছনে ফেলে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে তারা। ব্যাটিংয়ে দলটির অন্যতম ভরসার নাম আক্রমণাত্মক ব্যাটার ম্যাক্স ও’ডাউড। এছাড়াও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যাকারম্যানের উপর ভরসা করেই ভারতে যাবে তারা। ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াবেন অলরাউন্ডার বাস ডি লিড।
Here’s your official #CWC23 Dutch Squad! A few surprises and a few key player missing.
Let us know your thoughts about what you think of it! pic.twitter.com/tyKc5UZzcD
— Netherlands Cricket Insider (@KNCBInsider) September 7, 2023
বিশ্বকাপ শুরুর ঠিক একদিন পর বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে নেদারল্যান্ডস। এর আগে ৩০ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও ৩ অক্টোবর ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে ডাচ বাহিনী।
নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, লোগান ফন বেক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারারসি, সাকিব জুলফিকার, শাহরিজ আহমেদ ও সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট।