১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

অ্যাডিলেইড টেস্টে খেলছেন না হ্যাজেলউড

- Advertisement -

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের আগে এবার ইনজুরি ধাক্কা এলো অস্ট্রেলিয়া শিবিরে। সাইড স্ট্রেইনে ভোগায় জশ হ্যাজেলউড অ্যাডিলেইডের দিবারাত্রির টেস্টটি খেলতে পারছেন না।

প্রথম টেস্ট চলাকালীনই নাকি ইনজুরিতে পড়েন হ্যাজেলউড। তৃতীয় দিন বিকেলের সেশনে যখন তিনি বোলিং করেননি তখনই তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিলো। পরেরদিন সকালে অবশ্য বোলিং করেছিলেন ৬ ওভার। অধিনায়ক প্যাট কামিন্স ম্যাচশেষে বলেছিলেন হ্যাজেলউড নাকি ভালো বোধ করছেন না।

টেস্টের একদম আগেরদিন পর্যন্ত তার সেরে ওঠার আশা ছাড়ছিলো না অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। তবে ফক্স স্পোর্টসের সূত্র অনুযায়ী হ্যাজেলউড নাকি ইতোমধ্যে টিম হোটেল ছেড়ে বাড়ি ফিরে গেছেন।

“৫ টেস্টের সিরিজ, আমরা মাত্র তিনদিন খেলার পর গোটা সিরিজের জন্য তাঁকে হারাতে চাই না। তাই আমরা তার ক্ষেত্রে সময় নেব। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ”- হ্যাজেলউডের ফিটনেস সম্পর্কে বলেছেন কামিন্স।

হ্যাজেলউডের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে ফাস্ট বোলার মাইকেল নেসারের। অস্ট্রেলিয়া এ দলের হয়ে সম্প্রতি ম্যাচে ৭ উইকেট নিয়েছেন নেসার। অবশ্য সাবেক অজি কাপ্তান রিকি পন্টিং ঝাই রিচার্ডসনকে হ্যাজেলউডের বদলে খেলানোর পক্ষপাতী।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img