অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজের শুরুটা উড়ন্ত করলেও টানা দুইবার হোঁচট খেল বাংলাদেশ এইচপি। সিরিজে নিজেদের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে আকবর আলীর দল। অ্যাডিলেডের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জেক উইন্টার।
বুধবার টস হেরে আগে ব্যাট করতে নেমে শামীম হোসেন পাটোয়ারী ও আকবর আলীর ৪২ ও ৩৬ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে বিসিবি এইচপি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। হাতে ছিল আরও ১৪ বল। ৫৪ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন জেক। হামিশ কেস অপরাজিত ছিলেন ১৯ বলে ২৩ রান করে। ৩২ বলে ৩৮ রান করেছেন নোয়া ম্যাকফ্যাডিয়েন। এইচপির হয়ে একটি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও আবু হায়দার রনি।
এর আগে প্রথম ইনিংসে শুরুটা তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যুক্ত হয় ৩১ রান। দ্বিতীয় ম্যাচের মত এই ম্যাচেও হতাশ করেন তানজিদ হাসান তামিম। জিসান আলম, আকবর আলী ও শামীম হোসেনের ব্যাটিংয়ে ভর করে অ্যাডিলেডকে ১৪৮ রানের লক্ষ্য দেয় এইচপি।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন টিম ওকলি ও হ্যারি মানেন্টি। লিয়াম স্কট ও নোয়া ম্যাকফ্যাডিয়েন নিয়েছেন একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন জেক উইন্টার।