১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

অ্যান্ডারসনকে ছাড়া ইংল্যান্ডের প্রথম টেস্টের একাদশ ঘোষণা

- Advertisement -

ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার হায়দ্রাবাদে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের ইংল্যান্ডের একাদশে জায়গা হয়নি পেসার জেমস অ্যান্ডারসনের।

ভারতের মাটিতে খেলা বলেই স্পিন আক্রমণের দিকে জোড় দিয়েছে ইংলিশরা। একাদশে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্পিনার টম হার্টলি। এছাড়াও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে স্পিনার হিসেবে রয়েছেন রেহান আহমেদ ও জ্যাক লিচ। তাদের তিনজনকে সাহায্য করবেন জো রুট।

ইংল্যান্ডের একাদশে একমাত্র পেসার মার্ক উড। বেন স্টোকস থাকলেও বেশ কিছুদিন ধরে তিনি শুধু ব্যাটার হিসেবেই খেলছেন।

ইংল্যান্ড ক্রিকেট দল:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img